দীঘিনালায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

Ansar Vdp Somabesh

দীঘিনালা প্রতিনিধি :

‘শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা’ আনসার ভিডিপি’র এই প্রতিপাদ্যকে ধারন করে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ ২০১৪। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহিদ পাভেল এর সভাপতিত্বে ও ভিডিপি’র পিসি মোঃ কাইয়ুম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আনসার ভিডিপি কমান্ডার মোঃ আব্দুল মজিদ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল
চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ কাশেম ও দীঘিনালা থানার সাব ইন্সপেক্টর এহতেশাম।

আনসার ও ভিডিপি উপজেলা সমাবেশে প্রধান অতিথি, বিশেষ অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দীঘিনালা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন চৌধুরী, দীঘিনালা হিল ভিডিপি কমান্ডার সাইফুল ইসলাম, মেরুং ইউপি’র মহিলা সভানেত্রী নিলুফার ইয়াসমিন, কবাখালি ক্যাম্প কমান্ডার আবু
সুফিয়ান প্রমূখ।

প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা কমান্ডার মোঃ আব্দুল মজিদ তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সকল কাজে সাহসের সাথে এগিয়ে চলে। সকল প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় ও হিল এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী, ব্যাটালিয়ন আনসার ও পুলিশ বাহিনির সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করে আসছে। দীঘিনালা আনসার ও ভিডিপির সকল সদস্যদের ন্যায়নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান তিনি। এছাড়া ভিডিপি’র সদস্যদের যাবতীয় সমস্যা উর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন তিনি।

সমাবেশের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহিদ পাভেল বিগত অনুষ্ঠিতব্য নির্বাচনগুলোতে আনসার ভিডিপি’র সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, আনসার ভিডিপি’র সদস্যদের যেসব প্রশিক্ষন প্রদান করা হয় সেসব প্রশিক্ষন কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ
সেবা মূলক উন্নয়ন কাজ করা সম্ভব। সকল ভিডিপি সদস্যদের আগামীতে উন্নয়ন ও সেবামূলক কাজে অংশগ্রহণ করার আহবান জানান তিনি।

প্রধান অতিথি ও সভাপতি ছারাও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দরা সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এরপর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে উপস্থিত পুরুষ ও মহিলা সদস্য মিলিয়ে ১০ জনকে একটি করে ছাতা প্রদান করা হয় এবং উপস্থিত সকলকে যাতায়াত ভাড়া ও খাওয়া খরচ বাবদ জনপ্রতি  ২৯০ টাকা করে ভাতা প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন