নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও জনসচেতনতামূলক সভা

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির উদ্যোগে আনসার ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শনিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় জোন সদর হল রুমে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ১১ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল রেজাউল করিম পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মনজুরুল কবির, এডজুটেন্ট ক্যাপ্টেন রাফি উস হাসান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরিদুল আলম প্রমুখ।

অপরদিকে একই দিনে পৃথক অনুষ্ঠানে হেডম্যান, কারবারি, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সকাল ১০টায় বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন জোন কমান্ডার লে. কর্নেল রেজাউল করিম পিএসসি। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা, মিয়ানমার সীমান্তে উত্তেজনা ও চোরাচালান দমনে বিজিবি সদস্যরা কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে। এসময় তিনি আরও বলেন, মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতা’ বিজিবির এ মূলনীতিতে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হয়ে বিজিবির উপর অর্পিত যেকোনো দায়িত্ব সুশৃঙ্খল ও সুচারুরূপে পালন করে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার সুমহান দায়িত্ব পালন করে যাচ্ছে । শেষে তিনি বিজিবির পাশাপাশি স্থানীয় লোকজনদের চোরাচালান দমনে সহযোগিতা করার আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা, নাইক্ষংছড়ি থানার অফিসার ইনচার্জ পরিদর্শক টান্টু সাহা, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, দৌছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইমরান, সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য তসলিম ইকবাল চৌধুরী, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন, রেঞ্চ কর্মকর্তা মনজুরুল আলম, সাবেক জেলা পরিষদ উফোছা মার্মা।

এসময় আরো উপস্থিত ছিলেন মেজর মোহাম্মদ মনজুরুল কবির, এডজুটেন্ট ক্যাপ্টেন রাফি উস হাসান, আনসার ভিডিপি, বিজিবির সদস্যসহ প্রিন্ট ওইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি, বিজিবি, শীতবস্ত্র
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন