রাঙামাটিতে জাতীয় শোক দিবস পালন ও বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ

fec-image

রাঙামাটিতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোশারফ হোসেন খান এবং পুলিশ সুপার মীর আবু তৌহিদ। পরে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি শ্রদ্ধা নিবেন করেন। এরপর জেলার সরকারি-সেরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্তারা শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজনে করা হয়। খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ চাকমা, মহিলা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজ আহম্মেদসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

জেলা প্রশাসন রাঙামাটি জিমনেসিয়াম মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনার আয়োজনে করে। সভায় প্রধান অতিথি ছিলেন দীপংকর তালুকদার এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান।

দিবসটি উপলক্ষ্যে রাঙামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

অপরদিকে বাংলাদেশ বর্ডার গার্ড রাঙামাটি সদর দপ্তর জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলার প্রতিটি ক্যাম্পে হতি দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় বিজিবি রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার লতিফ খান এবং বিজিবির অতিরিক্ত পরিচালক মো. শহিদুল ইসলামসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাপ্তাইয়ে আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালিত
কাপ্তাইয়ে আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালিত হয়েছে।মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজ তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ও যুগ্ম সম্পাদক সুজন তনচংগ্যা ধনা সঞ্চালনায় বক্তব্য রাখেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. হানিফ, সদস্য আশীষ কুমার চাকমা নব, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়রসহ সভাপতি প্রকৌশলী থোয়াই চিং মং মারমা, যুগ্ম সম্পাদক আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মিলন, রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হক কচি, চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়েশ্লিমং চৌধুরী, ওয়াগ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি দে, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকতার আলম, কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ ছিদ্দিকী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. শহীদুল্লা বাপ্পি, কাপ্তাই উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সুব্রত বিকাশ তনচংগ্যা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, কাপ্তাই উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী মনোয়ারা জাহান, উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মোস্তাক ভান্ডারী, মহিলা যুব লীগের যুগ্ম আহবায়ক পারভিন আক্তার, ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম সুমন, কর্ণফুলী সরকারি কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মামুন।

আলোচনা সভায় কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দীপ্তিময় তালুকদার, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, সহ সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, সহ- সভাপতি বির্দশন বড়ুয়া, সহ-সভাপতি সুব্রত বড়ুয়া, কাপ্তাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নাছির উদ্দীনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে মিলাদ, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাদ্য, জাতীয় শোক দিবস, বিজিবি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন