কুতুবদিয়ায় সৎসঙ্গ প্রার্থনালয়ের উদ্বোধন

fec-image

কক্সবাজারের কুতুবদিয়ায় শ্রী শ্রী ঠাকুর অনুকূচন্দ্রের আদর্শ বাস্তবায়নে সৎসঙ্গ বাংলাদেশ কুতুবদিয়া শাখার অস্থায়ী প্রার্থনালয়ের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার(৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ভারতের সৎসঙ্গ দেওঘর থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রার্থনালয়ের উদ্বোধন করেন পূজনীয় শ্রী অনিরূদ্র চক্রবর্তী (সিপাই দা)।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৎসঙ্গ বাংলাদেশ কুতুবদিয়া শাখার সভাপতি শ্রী মৃদুল কান্তি ধর, সৎসঙ্গ বাংলাদেশের সহ-সভাপতি ও সৎসঙ্গ কেন্দ্র চট্টগ্রামের সম্পাদক শ্রী প্রদীপ কুমার দেব, চট্টগ্রাম মহিলা কলেজের সহকারী অধ্যাপক শুভাশীষ দাশ, সৎসঙ্গ বাংলাদেশ কুতুবদিয়া শাখা সদস্য রথীন দাশ।

উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শ্রী শ্রী ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মী ও ভক্তবৃন্দের সমাগম হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য্যদেবের আশীর্বাদে কুতুবদিয়ায় প্রথম অস্থায়ীভাবে প্রার্থনালয়ের উদ্বোধন করা হয়েছে, ভবিষ্যতে কুতুবদিয়ায় আরও প্রার্থনলায় করার পরিকল্পনা আছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উদ্বোধন, কুতুবদিয়া, সৎসঙ্গ প্রার্থনাল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন