জাতীয় দলের খেলা থাকলে আইপিএলে যেতে পারবে না সাকিব-মোস্তাফিজ-লিটন

fec-image

এক আসরে বাংলাদেশের তিনজন জাতীয় ক্রিকেটার এবারই প্রথম আইপিএলে। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান আর লিটন দাস অংশ নেবেন আসন্ন আসরটিতে।

সাকিব আর লিটনকে নিলামে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। অন্যদিকে মোস্তাফিজ আগেরবারের মতোই দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন।

কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাফ জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের খেলা থাকলে কেউই আইপিএল খেলতে পারবেন না।

সোমবার রাতে ধানমন্ডিতে এক ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গিয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপে বিসিবি সভাপতি বলেন, ‘যতবেশি ক্রিকেটার আইপিএলে যাবে আমরা তত খুশি। তবে বাংলাদেশের খেলা যখন থাকবে তখন কাউকেই ছাড়া হবে না। জাতীয় দলের খেলা থাকলে তারা কেউ খেলতে পারবে না। আমরা এরমধ্যে আইপিএল কৃর্তপক্ষকে জানিয়ে দিয়েছি। তারা জেনেই এসব ক্রিকেটারকে নিয়েছে। নাহলে আরও ক্রিকেটার যাওয়ার সম্ভাবনা ছিল।’

প্রসঙ্গত, বিসিবি আইপিএলের নিলামের আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে জানিয়ে দিয়েছে যে, বাংলাদেশের যে ক্রিকেটারই আইপিএল খেলুন না কেন, তারা ৮ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত খেলতে পারবেন। তারপর আর তাদের পাওয়া যাবে না।

মার্চে জাতীয় দলের আয়ারল্যান্ডের সাথে খেলা। আর এপ্রিলে আসবে ইংল্যান্ড। কাজেই তখন সাকিব, মোস্তাফিজ ও লিটন নিশ্চয়ই আইপিএলে অংশ নিতে পারবেন না।

কেন বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলে খেলার ব্যাপারে এতটা কড়াকড়ি করা হয়েছে? তার ব্যাখ্যাও দিয়েছেন নাজমুল হাসান পাপন। তবে তিনি আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের ডাক পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আইপিএল, খেলা, জাতীয় দল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন