মানিকছড়িতে নতুন বই হাতে খুশিতে মশগুল শিক্ষার্থীরা
নতুন শিক্ষা বর্ষের প্রথম দিনে পাঠ্যবই হাতে পেয়ে খুশিতে মশগুল খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শিশু-কিশোর শিক্ষার্থীরা।
রবিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে বই উৎসবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অজিত কুমার নাথের স্বাগত বক্তব্যে বই উৎসবে আরো উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জবরুদ খানসহ সকল শিক্ষকবৃন্দ।
বই বিতরণ পূর্ব সমাবেশে প্রধান অতিথি মো. জয়নাল আবেদীন বলেন, বৈশ্বিক মহামারি ও বর্তমান বিশ্ব অর্থনৈতিক সংকট সত্ত্বেও বিগত বছরের ন্যায় এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথা সময়ে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে অভিভাবকদের পাশে দাঁড়িয়ে নজির সৃষ্টি করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী বলেন, করোনা পরিস্থিতি ও বিশ্বের চলমান চ্যালেঞ্জ মোকাবেলা করে সরকার শিক্ষাব্যবস্থার আধুনিকায়ণে বিনামূল্যে বই বিতরণ করে শিক্ষাকে ঢেলে সাজাতে কাজ করছে। শিক্ষক সংকট নিরসনেও সরকার কাজ করছে।
পরে অতিথিরা রাজবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গিরিকলি কিন্ডারগার্টেন, মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল মাদরাসায় বই উৎসবে অংশগ্রহণ করেন।