আলীকদমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ঢেউটিন বিতরণ

fec-image

বান্দরবানের আলীকদমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন, উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বন্যায় ক্ষতিগ্রহস্ত পরিবারের মাঝে ঢেউ টিন-চেক বিতরণ করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বীর বাহাদুর উশৈসিং এমপি।

বুধবার (৩০ আগস্ট) সকাল ১০টায় আলীকদমের ২নং চৈক্ষ্যং ইউনিয়ন সংলগ্ন রেপারপাড়া বাজার এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে সম্প্রসারণ প্রকল্পের (৪০ লাখ টাকা) ব্যয়ে রেপারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, পাট্টাখাইয়া কৃষক সমবায় সমিতির ৪ হাজার ফুট আরসিসি সেচ ড্রেন নির্মাণ (১ কোটি ১২ লাখ টাকা)। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের অভ্যন্তরীণ আরসিসি সড়ক (৩০ লাখ টাকা) ব্যয়ে নির্মাণ। আলীকদম সদর ইউনিয়নের খুইল্যা মিয়া পাড়ার অসমাপ্ত আরসিসি সড়কের (২০ লাখ টাকা) নির্মিত কাজের শুভ উদ্বোধন করেন। ২নং চৈক্ষ্যং ইউনিয়নের বায়তুল মাওয়া জামে মসজিদের দ্বিতীয় তলা ভবনের অসমাপ্ত কাজ (৩৬ লাখ টাকা) ব্যয়ে সমাপ্তি করা হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ৩ কোটি ৪১ লাখ টাকায় রেপারপাড়া বাজারে চার তলা ফাউন্ডেশন বিশিষ্ট দ্বিতীয় তলা গ্রামীণ বাজার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বন্যায় ক্ষতিগ্রহস্ত ৪৫টি পরিবারের মাঝে ৮৫ বান্ডিল ঢেউ টিন ও ২ লাখ ২৫ টাকার অনুদানের চেক বিতরণ করেন।

এই সময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জাবের মো. সোয়াইব, আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অংশে থোয়াই মার্মা, আলীকদম থানার অফিসার ইনর্চাজ ওসি খন্দকার তবিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত্র দাশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আলীকদম, উন্নয়ন প্রকল্প, ঢেউটিন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন