ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত রাঙামাটি

fec-image

পবিত্র ঈদুল ফিতর ও বাংলা পহেলা নববর্ষ উপলক্ষে দেশে পাঁচ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছুটিকে ঘিরে কোলাহল মুক্ত প্রশান্তির ছোঁয়া পেতে মানুষ ছুটে বেড়াবেন দেশের বিভিন্ন প্রান্তে। এসব ভ্রমণ পিপাসুদের কথা চিন্তা করে রাঙামাটির পর্যটন স্পটগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। হোটেলগুলো করা হয়েছে পরিষ্কার-পরিছন্ন। টুরিস্ট বোটগুলোকে সংস্কার ও সাজ-স্বজ্জা করা হয়েছে।

জেলা শহরের হোটেল- মোটেলের মালিকরা বলছেন, হোটেলগুলোর ৮০ ভাগ অগ্রিম বুকিং হয়ে গেছে। এদিকে রাঙামাটির ছাদখ্যাত বাঘাইছড়ি উপজেলার পর্যটন স্পট সাজেকের বেশির ভাগ কটেজ অগ্রিম বুকিং হয়ে গেছে বলে জানানো হয়।

এইবার টানা ছুটিতে রাঙামাটিতে ভাল পর্যটক আসবে এবং তাদের ব্যবসা রমরমা হবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।

রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ম্যানেজার আলোক বিকাশ চাকমা বলেন, ঈদ এবং পহেলা বৈশাখের ছুটিকে সামনে রেখে আমাদের কটেজগুলো পরিষ্কার-পরিছন্ন এবং পর্যটকদের আকর্ষণ করতে ঝুলন্ত সেতু রং করা হয়েছে। কটেজের ৮০ভাগ অগ্রিম বুকিং হয়ে গেছে। ঈদ ও পহেলা বৈশাখের ছুটিতে জেলায় পাঁচ থেকে ছয় হাজার পর্যটক আসবে বলে প্রত্যাশার কথা জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পর্যটক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন