গুইমারায় উৎসবমুখর পরিবেশে বই উৎসব পালন

fec-image

উৎসবমুখর পরিবেশে সারাদেশের ন্যায় গুইমারা দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসাসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালন করেছে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষে বই উৎসব উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

বছরের প্রথম দিন নতুন ক্লাসের নতুন পাঠ্যবই পেয়ে ক্ষুদে শিক্ষার্থীরা উল্লাসে মেতেছে। নতুন বইয়ের গন্ধ নিয়ে আনন্দে বাড়ি ফিরেছে ক্ষুদে শিক্ষার্থীরা।

জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে বুধবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ির বাইল্যাছড়ি মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু বই উৎসবের উদ্বোধন করেন, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এদিকে যৌথ খামার মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেমং মারমা।গুইমারা দাখিল মাদ্রাসায় উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ ও আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ প্রমুখ।

বই পড়ে নৈতিক শিক্ষা অর্জনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে ছাত্রছাত্রীদের জীবন গড়ার আহ্বান জানিয়ে ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, আমরা আজকের ক্ষুদে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চাই, এজন্য তাদের যত্ন নিতে হবে। তাদের মাঝে স্বপ্ন জাগাতে হবে। তবেই তাদের হাত ধরে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৫৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছেন উল্লেখ করে তিনি বলেন, যা কেউ কোনদিন ভাবেনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই করেছেন। সারাদেশে শিক্ষার্থীদের হাতে বিনামুল্য বই পৌছে দিয়ে শতভাগ শিক্ষা নিশ্চিত করেছেন।

পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন স্বাগত বক্তব্য রাখেন।এর আগে বই উৎসবের শুরুতেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা নাচে-গানে মঞ্চ মাতিয়ে তোলে। পরে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বই উৎসব, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন