পানছড়ির শতাধিক পরিবারের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী


পানছড়ির শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মুখে আজ হাসি ফুটেছে। বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি জোনের হাত ধরেই পরিবারগুলোর মাঝে বইছে খুশীর জোয়ার। জানা যায়, অসহায় ও দুস্থ এমন শতাধিক পরিবারের তালিকা সংগ্রহ করে পানছড়ি জোন।
মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা ২টায় পানছড়ি সাব জোনে এই শতাধিক পরিবারের হাতে তুলে দেয়া ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী।
পানছড়ি সাব জোন কমান্ডার মেজর জোবাইর মাহমুদ উপস্থিত থেকে এসব সমাগ্রী তুলে দেন। ঈদ শুভেচ্ছা উপহার পেয়ে দারুণ খুশী কাশেম, তফুরা, আলেয়া ও আয়েশাসহ অনেকেই।
এ সময় তারা জানান, সেনাবাহিনীর উপহারেই এবার ঈদটা হবে আনন্দমুখর।
এই ধরণের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে সাব জোন সূত্রে জানা যায়।
নিউজটি ভিডিওতে দেখুন:
ঘটনাপ্রবাহ: পরিবার, পানছড়ি, ফুটালো
Facebook Comment