সেনা সহায়তায় ৯ মাস পর বাড়ি ফিরলো ১১ বম পরিবার

fec-image

দীর্ঘ ৯ মাস পর সেনা সহায়তায় বান্দরবানের থানচি সদর ইউনিয়নের প্রাতা বম পাড়ার ১১টি বম পরিবারের ৪৯ জন সদস্য নিজ বা‌ড়ি‌তে ফিরেছে।

শনিবার (১৮ নভেম্বর) পরিস্থিতি স্বাভাবিক মনে হওয়ার কারণে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. শাহীনুর হকের অনুমতিতে দুপুরে থানচি উপজেলা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড প্রাতা বম পাড়ায় তারা প্রবেশ ক‌রে।

এসময় পাড়াবাসী‌দের বাকলাই ক্যাম্পের নিজেদের রশদ থে‌কে প্রতি‌টি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ৪ কেজি ময়দা ও ১ কেজি চি‌নি দেয়া হ‌য়ে‌ছে।

জানা যায়, গেল বছ‌রের ৬ মার্চ পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কেএনএফ এর লাগাতার নির্যাতন ও নি‌পিড়‌নের ভয়ে পাড়ায় বসবাসরত মোট ২৮ টি পরিবার বিভিন্ন স্থানে পালিয়ে যায়। সেনা সহায়তায় আজ ২৮‌টি প‌রিবারের ম‌ধ্যে নিজ বা‌ড়ি‌তে ফিরেছে ১১টি বম পরিবারের ৪৯ জন সদস্য।

প্রাতা বম পাড়ার বাসিন্দা পিয়ার নিয়ার বম রনি (৩৮) বলেন, গতবছরে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও নিরাপত্তা বাহিনির সা‌থে সমস্যার কারণে আমরা দীর্ঘ নয়মাস যাবত বন জঙ্গলে, বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ীতে আশ্রয়ে ছিলাম। আজকে বাড়িতে ফিরতে পেরে খুব খুশি লাগছে।

প্রাতা পাড়ার আরেক সদস্য লিলি বম (৩৭) ব‌লেন, দীর্ঘ ৯ মাস বন জঙ্গলে পালিয়ে খুব কষ্টে দিন কাটা‌তে হ‌য়ে‌ছে। অনেকদিন পর নিজ পাড়ার বসত ভিটায় ফিরতে পেরেছি। এত আনন্দ বলার মত না।

বাকলাই সেনা ক্যাম্পের অ‌ধিনায় ক্যাপ্টেন সালমান জানান, প্রাতা পাড়ার অবস্থান পাড়া পাহাড়ি ও দুর্গম এরিয়ায়। তাই বিশ্বস্ত সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহের পাশাপাশি তা‌দের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। এছাড়া তা‌দের সর্বাত্মক সহ‌যো‌গিতা করারও আশ্বাস দেন তি‌নি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পরিবার, বম, সেনা সহায়তা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন